Wednesday, February 23, 2022

একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের টাইপিং স্পিড কত হওয়া উচিত


দ্বিতীয় মাস্টার্সের শেষ সেমিষ্টার শেষের জন্য ভার্সিটি থেকে বিনাবেতনের ছুটি নিয়েছি ৮ মাস । প্রায় দু'মাস শেষ হতে চলল। এই সেমিষ্টারে থিসিসের পাশাপাশি বেশ কয়েকটি শেষ হয়নি এমন গবেষনামূলক প্রবন্ধের কাজ আছে বলে এই ছুটিটা খুব দরকারি ছিল। এখনও পর্যন্ত অনলাইনেই যাবতীয় ক্লাস ও সুপারভাইজিং চলছে। কারন করোনার জন্য  সরাসরি আমার শিক্ষকগনের সাথে দেখা করতে পারেনি। পাশাপাশি আমার স্কিল ডেভেলাপমেন্টের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি যা অনেকটা ঢিলেঢালাভাবেই চলছিল।যেভাবে ভেবেছিলাম, পারিবারিক বেশকয়েকটি ঝামেলা সমাধানে জড়িয়ে যাওয়ায় তেমন একটা মনোযোগ দেওয়া হয়ে উঠছে না।

অনেকদিন পর আজ নিজের Typing Speed Check করলাম। 39 WPM (Word Per Mintue) - এসেছে। হঠাৎ করে মনে হল, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের Typing Speed আসলে কত হওয়া উচিত? যে ভাবনা, সেই কাজ। ছাত্রজীবনে, খুব কম শিক্ষাপ্রতিষ্ঠানই আছে যারা ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি পেশাগত প্রয়োজনীয় দক্ষতাগুলো নিয়ে কাজ করে। আমি গুগল থেকে একটি ধারনা পেলাম যে, একজন প্রাপ্ত বয়স্ক লোকের Typing Speed 40+ WPM প্রত্যাশিত যা প্রফেশনাল টাইপিস্টদের থেকে অনেকটাই কম। যারা Professional টাইপিং করেন তাদের WPM শুরু হয় ৬৫ থেকে। বিশ্বের সবচেয়ে দ্রুততম টাইপিস্টদের পারফরমেন্স ২০০ WPM থেকে শুরু হয়। কিন্তু আমি যতটুকু খোজাঁখুজি করেছি, কোথাও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের টাইপিং স্পিড কত হওয়া উচিত - তা স্পষ্ট করে দেওয়া নেই। খুঁজতে খুঁজতে একটি মজার ভিডিও পেলাম যেখানে একজন হার্ভাডের শিক্ষক এবং একজন দ্রুততম টাইপিস্টের মাঝে Typing Competetion এ হার্ভাডের শিক্ষকের টাইপিং স্পিড এসেছে ৩৫ WPM এবং প্রফেশনালের ১৮০ এরও বেশি। আপনি হয়ততবা ভাববেন যে, তো আপনারতো হয়েই গেলো। সমস্যাটা এখানেই।

গতকাল, Teaching Development এর একটি ক্লাসকরার পর নিজের পেশাগত নিশ নিয়ে আসলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। এমন না যে, আমি জানি না - আমি কোন বিষয়ে দক্ষ বা আমার সহকর্মী ও ছাত্রছাত্রীরা কোন বিষয়টিতে আমাকে দক্ষ ভাবেন আমার মোটামুটি Idea আছে। কিন্তু, এই Niche টা অনেকটা বিশদ, At least, একজন শিক্ষানুবিশ গবেষক হিসেবে এতটুকু বুঝতে পারছি যে, নিজেকে একজন দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলার জন্য আমার Professional Niche কে আরও Narrow Down করতে হবে। আমি যদি আমার ৩৯ WPM নিয়ে সন্তুষ্ট থাকি আমার চূড়ান্ত ভালোটা কখনও বুঝে উঠতে পারব না। সাথে সাথে তা আমার অন্যান্য দক্ষতা উন্নয়নেও Physically and Psychologically প্রভাবিত করবে। বাংলা টাইপিং নিয়ে এখনও ভাবিনি, কারন, বরাবরই আমি অভ্রের  উপর নির্ভরশীল। অভ্রের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খানকে কি বলে যে ধন্যবাদ দিব। যাক, আপাতত রুটিন করেই Speed বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। কারন, Practice makes a man nearly perfect. 

No comments:

Post a Comment

Thanks for your comment.