আজ বিছানা ছেড়ে উঠতে দেরী হয়ে গিয়েছে - near about 8:30. আমার খালাতো বোন গরম গরম মেরা এবং ভাপা পিঠা পাঠিয়েছে। খেজুরের ঝোলা গুড়ে ডুবিয়ে খেলাম - আহা। যদিও সকাল বেলা আমার পুষ্টিকর খাবার Priority List এ থাকে, মাঝে মাঝে দুনিয়াবি অমৃতগুলো চেখে দেখলনে, মন্দ কি! আম্মু আমাকে কয়েকটি কাজ ধরিয়ে দিলেন। অলসভাবে একটির পর একটি করে গেলাম। খালাদের সাথে এক আধটু গল্প। গতকাল গোসল করিনি, তাই আজ গোসলের সময় ভালোভাবে শরীর পরিস্কার করে নিলাম। Facebook খুব একটা ঘাটাঁঘাটি করি না আগের মত। ফাগুনের কয়েকটি পোস্ট দেখে skip করে গেলাম। আজকাল আমি skipping এর ভালো চর্চা করছি। জীবনে কিছু লক্ষ্য অর্জনে skipping জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ - যদিও দেরীতে অল্প অল্প করে ব্যাপারটা বুঝেছি। তো এই skipping করতে গিয়ে যে মানুষ অনেক কিছু হারাতে পারে - তা theoritically আমি অনেক আগে থেকেই জানি। Practically জিনিসটা আমার সাথে ঘটলেও অনুভবের বাতিটা জ্বলে উঠেনি। যেমন - আজ যে ফাল্গুনের প্রস্তুতি হতে চলেছে আমার অনুভূতিতে আসেইনি। প্রিয়তমা স্ত্রীর সাথে কয়েকবার কথা হলেও ফাগুন নিয়ে কোন কথাও হয়নি। দুনিয়াবি দায়িত্ব নিয়ে একটু ভালোভাবেই মোহে পড়েছিলাম।
কিছুক্ষন আগে ফেসবুকে একজনের পোস্ট দেখে সম্বিত ফিরে পেলাম। সাথে সাথেই স্ত্রীকে ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানালাম। আমি জানি আমার সে এ নিয়ে কিছু মনে করবে না । এই সময়টা skipping অনেক জরুরী। কাল না হয় ভুলে যাওয়া ফাগুনে ভ্যালেইন্টাইন্স ডে একটি অসাড় নাম। এইতো কয়েকটাদিন। কাজগুলো গুছিয়ে মেয়ে আর স্ত্রীকে নিয়ে একটা দিন নিজেদের মত করে Celebrate করব।
No comments:
Post a Comment
Thanks for your comment.