আমি বাঘের বেশে এসে বনের হরিণ হয়ে যাই
মায়া-কায়ার লোলুপ দৃষ্টির আবেশ হয়ে রই।
সন্ধ্যা নামলে হিজল বনে নিশ্চুপ পরে রই।
আমি বাঘের বেশে এসে বনের হরিণ হয়ে যাই।
বুর্জোয়াদের দালানের সোনা-মাদুর হয়ে রই।
কুয়াশা নামলে ভাতের পাতে মাংস হয়ে রই।
আমি বাঘের বেশে এসে বনের হরিণ হয়ে যাই।
বানর বিরহে ফ্যাল ফ্যাল আকাশে চেয়ে রই।
১২-১৩ এর দৌঁড়ে সাড়ে তিন হাতে পরে রই।
No comments:
Post a Comment
Thanks for your comment.