এক কাপ চা |
এই শুনছ! আমাকে এক কাপ চা বানিয়ে দিবে!
হ্যাঁ! এই তো ক্যাটলিতে পানি গরম করছি,
বাচ্চাদের স্কুলের বেতনটা কিন্তু দিয়ে যেও।
হ্যাঁ! এই তো ক্যাটলিতে পানি গরম করছি,
বাচ্চাদের স্কুলের বেতনটা কিন্তু দিয়ে যেও।
এই শুনছ! কড়া করে লিকার বানিয়ে দিবে!
ঠিক আছে! একেবারে ব্ল্যাক করে বানিয়ে দিচ্ছি,
যাবার সময় বিদ্যুৎ এর বিলটা নিয়ে যেও।
এই শুনছ! আদা কুছি করে একটু নেড়ে দিবে!
হ্যাঁ! আদা কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি,
গ্যাস বিল দেওয়ার তারিখ তো পার হয়ে গেল।
এই শুনছ! আজ একটু চিনি বেশী করে দিবে!
ঠিক আছে! দু' চামচ দিয়ে দিচ্ছি,
ভাড়ার টাকা নেওয়ার জন্য মালিক এসেছিল।
এই শুনছ! আমার অফিসের লেট হয়ে যাবে!
হ্যাঁ! এই নাও জনাব তোমার ফরমায়েশের চা,
আমাকে কিছু টাকা দিয়ে যেও তো।
এই শুনছ! চাটা না দারুন হয়েছে!
তোমারও যা চা খাওয়ার পাগলামি!
এই শুনছ! আমার তো এখনো বেতন হয়নি!
কয়েকটা দিন, তুমি একটু ম্যানেজ করে নিও।
আসি! আমার অফিসের গাড়ি চলে এসেছে।
সে শূন্য চায়ের কাপের দিকে ফ্যাল ফ্যাল করে কি যেন দেখছিল!