সাদাকালো ছবিটি! |
জুয়েল গ্লাস মিউজিয়ামের এক কোনে আমরা রয়েছি পড়ে,
কত অযতনে অবহেলায় পড়ে আছি দু'জনে বছরের পর বছর ধরে।
ধুলোবালিতে কেমন ফ্যাকাসে হয়ে গেছি আমরা দু'জন।
অথচ আটাশটি বছর আগেও আমরা পরিপূর্ণ ছিলাম উচ্ছলতায় তারুন্যে,
তারই স্মৃতিচিহ্ন আছে এই পাটখড়ির ফ্রেমে বাঁধা সাদাকালো ছবিটির গাঁয়ে।
ধুলোবালিতে কেমন হলুদ হয়ে গেছি আমরা দু'জন।
তোমার আমার পবিত্র ভালোবাসায় হঠাৎ উঁইপোকার আক্রমনের পর থেকে,
আজও আমরা দু'জন বাঁধা পড়ে রয়েছি উঁইপোকাহীন পাটখড়ির এই ফ্রেমে।
ধুলোবালিতে কেমন নিস্তেজ হয়ে গেছি আমরা দু'জন।
প্রতিদিন অফিসে যাওয়ার সময় খুব যত্ন করে তাকাই আমাদের দিকে,
ভাবি ভালোই তো আছি আমরা দু'জন মিউজিয়ামের এই একটু কোনে।
ধুলোবালিতে কেমন অম্লান হয়ে গেছি আমরা দু'জন।
কত অযতনে অবহেলায় পড়ে আছি দু'জনে বছরের পর বছর ধরে।
ধুলোবালিতে কেমন ফ্যাকাসে হয়ে গেছি আমরা দু'জন।
অথচ আটাশটি বছর আগেও আমরা পরিপূর্ণ ছিলাম উচ্ছলতায় তারুন্যে,
তারই স্মৃতিচিহ্ন আছে এই পাটখড়ির ফ্রেমে বাঁধা সাদাকালো ছবিটির গাঁয়ে।
ধুলোবালিতে কেমন হলুদ হয়ে গেছি আমরা দু'জন।
তোমার আমার পবিত্র ভালোবাসায় হঠাৎ উঁইপোকার আক্রমনের পর থেকে,
আজও আমরা দু'জন বাঁধা পড়ে রয়েছি উঁইপোকাহীন পাটখড়ির এই ফ্রেমে।
ধুলোবালিতে কেমন নিস্তেজ হয়ে গেছি আমরা দু'জন।
প্রতিদিন অফিসে যাওয়ার সময় খুব যত্ন করে তাকাই আমাদের দিকে,
ভাবি ভালোই তো আছি আমরা দু'জন মিউজিয়ামের এই একটু কোনে।
ধুলোবালিতে কেমন অম্লান হয়ে গেছি আমরা দু'জন।