Friday, March 29, 2019

কান্নার আকুতি

কবিতা
কান্নার আকুতি || কবিতা

স্বপ্নময় রাজ্যের ভিতর বেদনাসিক্ত কান্নার প্রবেশ।
বেদনার গহীন তলে নিমজ্জিত কান্নার স্বপ্ন মিথ্যে হয়ে যাচ্ছে।
কান্না তার স্বপ্নকে খুব ভালোবাসে,
কিন্তু তার স্বপ্ন যে মিথ্যে হয়ে যাচ্ছে!

মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টির পর হিমশীতল বাতাস,
তাতেও কেমন বিষের শুষ্ক গন্ধ।
এই কষ্ট আমি যে আর সইতে পারছি না।

স্বপ্ন তুমি কান্নাকে গলা টিপে হত্যা কর,
সে যেন আর কখনও তোমাকে কল্পনা না কর।
তুমি শুধু থাকো সুখের হয়।
তুমি তাকে হত্যা কর,হত্যা কর।
কারন সে যে কান্না ছাড়া কিছু্ই নয়।