শামিয়ানা রাতে অপরাজিতার লজ্জা আর ছাদের এককোণে কিছু খড়কুটো
তোমার নীল রঙ্গের মাঝে মায়া জড়ানো টোল পড়া গাল দু'টো
মাথায় সোনা রাঙ্গা টিকলীর ঠিক নিচে কপোলে গাঢ় হলদে টিপটো
দু'কর্ণের নরম মাংস পিন্ডে অন্ধ চুম্বনরত ব্যস্ত প্রজাপতি দু'টো
বর্ণহীন পিপাসার্ত ঠোট দু'টোতে আমার হৃদয়ের সব লালটুকূ
আমবস্যা রাতে নিভৃতে চুরি করা তোমার দীঘলকেশের রঙ্গটুকু
( অসমাপ্ত )