Friday, March 29, 2019

এবং মৃত্যু

http://www.hasan692926.me/
এবং মৃত্যু


বয়সের ভারে নবজু হয়ে গেছে রেলগাড়ী
চুকচুক চুকচুক চাকাগুলো চলে ধুকে ধুকে
আর আমি চলি বেতের তৈরী লাঠি ধরে

ভালোবাসায় পুর্ণ থাকত নীল বগিগুলো
সেই ভালোবাসায় আজ লাল ঝং ধরেছে
আমার চামড়ায় যেমন ঘন ভাঁজ পড়েছে

শীঘ্রই হয়ত কলকব্জা গুলো নড়েবড়ে হবে
আর শুয়ে পড়বে পুর্ব-পশ্চিম লম্বা রাস্তায়
ঠিক আমি যেমন শুয়ে পড়ব ঐ আঙ্গিনায়